Header Ads

ফেনী জেলা || Feni District

ফেনী জেলা দর্শনীয় স্থান: বিলোনিয়া রেলস্টেশন, কাস্টমস হাউজ, বিলোনিয়া সীমান্ত পর্যবেক্ষণ টাওয়ার, মোকামিয়া সীমান্তবাজার, ফেনী নদী, বিজয় সিংহ দীঘি, রাজাঝির দীঘি, কৈয়ারা দিঘী, পরীর দিঘী, শমসের গাজীর কেল্লা, মুহুরি প্রজেক্ট, জগন্নাথ কালী মন্দির, সাত মঠ, শিলুয়ার শীল পাথর, বাউরখুমা আশ্রয়ন প্রকল্প, নারিকেল বাগান, ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, চাঁদ গাজী ভুঞার মসজিদ, চৌধুরী বাগান বাড়ী, তৃপ্তি পার্ক, কাম্বু বাবার ডেরা, প্রতাপপুর জমিদার বাড়ি, দুলা হাজী ভঁইয়া দীঘি, পাগলা মিঞাঁর তাকিয়া। শান্তি রোড়, উওর আলিপুর কৃতি ব্যক্তিত্ব: সেলিম আল দীন - নাট্যকার, সুমাইয়া কাজী - নারী উদ্যোক্তা, শমী কায়সার – অভিনেত্রী, রোকেয়া প্রাচী – অভিনেত্রী, শহীদুল্লাহ কায়সার – লেখক, ও বুদ্ধিজীবী, ফয়জুল মহিউদ্দিন - শহীদ বুদ্ধিজীবী, সিরাজুল হক খান - শহীদ বুদ্ধিজীবী, সেলিনা পারভীন - শহীদ বুদ্ধিজীবী, বঙ্গবীর শমসের গাজী - ব্রিটিশ বিরোধী বিপ্লবী, কাইয়ুম চৌধুরী – চিত্রশিল্পী, ওয়াসফিয়া নাজরীন- এভারেস্ট বিজয়ী ২য় বাঙালি নারী, জহির রায়হান - ভাষা সৈনিক, চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার। স্যার এ এফ রাহমান - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাঙ্গালী উপাচার্য। আবদুস সালাম - ভাষা শহীদ, গিয়াস উদ্দিন সেলিম - নাট্যকার-নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার। ইনামুল হক -অভিনেতা, লেখক, নাট্যকার, শাহরিয়ার কবির গাজীউল হক - সাহিত্যিক,ভাষাসৈনিক। সামসুল হক ফিটার - বীর প্রতীক, সবুজ তাপস - কবি ও দার্শনিক,

No comments

Theme images by konradlew. Powered by Blogger.