Header Ads

চাঁদপুর জেলা || Chandpur District || Infographic Video || Special Bengali

চাঁদপুর জেলা:
দর্শনীয় স্থান: ইলিশ চত্বর, সাহারপারের দিঘি, সাহেবগঞ্জ নীলকুঠি, রূপসা জমিদার বাড়ি, শ্রীশ্রী জগন্নাথ মন্দির। বড়স্টেশন মোলহেড নদীর মোহনা। (চাঁদপুর সদর),জেলা প্রশাসকের বাংলোয় অবস্থিত দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ । প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এলাকা। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের স্মারক। অঙ্গীকার স্মৃতিসৌধ। রক্তধারা স্মৃতিসৌধ। ওনুয়া স্মৃতি ভাস্কর্য। চাঁদপুর চিড়িয়াখানা, সাচার। মত্‍স্য জাদুঘর,চাঁদপুর। সরকারী বোটানিকাল গার্ডেন,চাঁদপুর। সরকারী শিশু পার্ক। হাজীগঞ্জ বড় মসজিদ। (৬ষ্ঠ বৃহত্তম), হযরত শাহরাস্তি (রঃ) এর মাজার শরীফ। রাগৈ মুঘল আমলের ৩ গম্বু মসজিদ। সাহাপুর রাজবাড়ি। মেঘনা-পদ্মার চর। ফাইভ স্টার পার্ক। গুরুর চর। কড়ৈতলী জমিদার বাড়ি। চৌধুরী বাড়ি। বোয়ালিয়া জমিদার বাড়ি। বলাখাল জমিদার বাড়ি। বড়কুল জমিদার বাড়ি। (ভাগ্যিতা বাড়ি), লোহাগড় মঠ। তুলাতুলী মঠ। নাওড়া মঠ। মঠখোলার মঠ। পর্তুগীজ দুর্গ, সাহেবগঞ্জ। মতলব উত্তরে মোহনপুরে মেঘনা নদীর তীর।


প্রখ্যাত ব্যক্তিত্ব:
মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম ।কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী (৮ নং সেক্টর কমান্ডার)। বদিউল আলম, বীর উত্তম। ওয়ালী উল্লাহ নওজোয়ান, গবেষক। আব্দুল করিম পাটওয়ারী, মুক্তিযুদ্ধের সংঘটক। এম এ ওয়াদুদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংঘটক। মোহাম্মদ আনোয়ার হোসেন, বীর উত্তম। সিরাজুল মওলা, বীর উত্তম। সালাহউদ্দিন আহমেদ, বীর উত্তম। দেলোয়ার হোসেন (বীর প্রতীক)। মোহাম্মদ তবারক উল্লাহ, বীর প্রতীক। আবদুল হাকিম (মুক্তিযোদ্ধা), বীর প্রতীক। নূরুল হক (বীর প্রতীক)। আবু তাহের (বীর প্রতীক)। মোহাম্মদ আবদুল মমিন, বীর প্রতীক। শামসুল হক (বীর প্রতীক)। আবুল হোসেন (বীর প্রতীক)। ফারুক আহমদ পাটোয়ারী, বীর প্রতীক। মোহাম্মদ আবদুল হাকিম, বীর প্রতীক। আবুল কাশেম ভূঁইয়া (বীর বিক্রম)। মোহাম্মদ মহিবুল্লাহ, বীর বিক্রম। আবদুল হালিম (বীর বিক্রম)। মোহাম্মদ বজলুল গণি পাটোয়ারী, বীর বিক্রম। আবদুল জব্বার পাটোয়ারী, বীর বিক্রম। আমিন উল্লাহ শেখ (বীর বিক্রম)।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) মন্ত্রী। ডঃ এম এ সাত্তার, বেইস প্রতিষ্ঠাতা। রফিকুল ইসলাম (অধ্যাপক), নজরুল গবেষক। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, লেখক, চিত্র। মরহুম ওয়ালিউল্লাহ পাটোয়ারী, শিক্ষাবিদ। মুনতাসীর মামুন, একজন লেখক ও শিক্ষাবিদ। শান্তনু কায়সার, সাহিত্যিক। মোহাম্মদ নাসিরউদ্দীন, সাংবাদিক। নাজিম উদ্দিন মোস্তান, সাংবাদিক। নাসির উদ্দিন, সম্পাদক, সওগাত। নূরজাহান বেগম, সম্পাদক, মাসিক বেগম। হাশেম খান, বরেণ্য চিত্রশিল্পী। ঢালী আল মামুন, চিত্রশিল্পী। শাইখ সিরাজ, গণ মাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান। আহমদ জামান চৌধুরী, চলচ্চিত্র সাংবাদিক, চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীতিকার। আমির হোসেন খান, সমাজসেবক ও বিভিন্ন কোম্পানির সাবেক চেয়ারম্যান। এম বি মানিক চিত্র পরিচালক, (বিএফডিসি)। দিলদার, অভিনেতা। দিলারা জামান, অভিনেত্রী। সাদেক বাচ্চু (মাহবুব আহমেদ সাদেক বাচ্চু ), বাংলা চলচ্চিত্রের অন্যতম খলঅভিনেতা। কবির বকুল, গীতিকার ও সাংবাদিক। এসডি রুবেল, সংগীত শিল্পী। আতিকুল ইসলাম, সঙ্গীত শিল্পী। মিজানুর রহমান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী। ড. মহিউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আ ন ম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। ডা. দীপু মনি, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।


1.Naogaon District || নওগাঁ জেলা || 4k Video
2. Joypurhat District || জয়পুরহাট জেলা || 4k Video
3. Dinajpur District || দিনাজপুর জেলা || 4k Video
4. Bogra District || বগুড়া জেলা || 4k Video
5. Natore District || নাটোর জেলা || 4k Video
6. Rajshahi District || রাজশাহী জেলা || 4k Video
7. Rangpur District || রংপুর জেলা || 4k Video
8. Pabna District || পাবনা জেলা || 4k Video
9. Mymensingh District || ময়মনসিংহ জেলা || 4k Video
10. Sylhet District || সিলেট জেলা || 4k Video
11. Nawabganj District || চাঁপাইনবাবগঞ্জ জেলা || 4k Video
12. Panchagarh District || পঞ্চগড় জেলা || 4k Video
13. Thakurgaon District || ঠাকুরগাঁও জেলা || 4k Video
14. Nilphamari District || নীলফামারী জেলা || 4k Video
15. Lalmonirhat District || লালমনিরহাট জেলা || 4k Video
16.  Kurigram District || কুড়িগ্রাম জেলা || Infographic Video
17. Gaibandha District || গাইবান্ধা জেলা || Infographic Video
18. সুনামগঞ্জ জেলা || Sunamganj District || Infographic Video || Special Bengali
19. শেরপুর জেলা || Sherpur District || Infographic Video || Special Bengali
20. নেত্রকোণা জেলা || Netrokona District || Infographic Video || Special Bengali
21. জামালপুর জেলা || Jamalpur District || Infographic Video || Special Bengali
22. সিরাজগঞ্জ জেলা || Sirajganj District || Infographic Video || Special Bengali
23. টাঙ্গাইল জেলা || Tangail District || Infographic Video || Special Bengali

No comments

Theme images by konradlew. Powered by Blogger.