Header Ads

জামালপুর জেলা || Jamalpur District || Infographic Video || Special Bengali

জামালপুর জেলা:-
দর্শনীয় স্থান:

ফুলকোচা ও মহিরামকুলে অবস্থিত জমিদারদের কাচারি (বিলুপ্ত প্রায়) ও দিঘি (মেলান্দহ উপজেলা), তারতাপাড়া গ্রামের বিলুপ্তপ্রায় নীলকুঠি (মাদারগজ্ঞ উপজেলা), নরপাড়া দূর্গ (সরিষাবাড়ী উপজেলা), রাধানাথ জিউর মন্দির, নান্দিনার শোলাকুড়ি পাহাড়, শ্রীপুরের রানীপুকুর দিঘি, চন্দ্রার হরিশচন্দ্রের দিঘি (জামালপুর সদর উপজেলা), প্রদ্যোৎঠাকুরের কুঠিবাড়ি (ইসলামপুর উপজেলা), গারো পাহাড় (বকশীগজ্ঞ উপজেলা)। হযরত শাহ জামাল (রঃ)-এর মাজার, হযরত শাহ কামাল (রঃ)-এর মাজার, মুক্তিযুদ্ধে কামালপুর ১১ নং সেক্টর; কামালপুর স্থলবন্দর; বকশীগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র; বকশীগঞ্জ জুট স্পিনার্স মিল লিঃ ও লেদার মিল লিঃ; দয়াময়ী মন্দির, যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি; তরফদার খামারবাড়ী, জিল বাংলা চিনিকল দীঘির পাড়, ইন্দিরা, যমুনা সিটি পার্ক, লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক, যমুনা জেটি ঘাট , গুঠাইল বাজার ঘাট, বাহাদুরাবাদ ঘাট,





বিশিষ্ট ব্যক্তিত্ব:-

 মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, মোঃ নুরুল ইসলাম (বীর বিক্রম); মোঃ মতিউর রহমান (বীর প্রতীক); বশির আহমেদ (বীর প্রতীক)। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম(১৯২৫-২০০০); গভর্নর ১৯৭৫। আমজাদ হোসেন (বীর মুক্তিযোদ্ধা ১০ নম্বর সেক্টর) আতিউর রহমান - অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর। · হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) - প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক, এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত; · আনোয়ার হোসেন (অভিনেতা) (১৯৩১-২০১৩) - নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত; · আমজাদ হোসেন (১৯৪২) - বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার; · আব্দুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮) - নাট্যব্যক্তিত্ব; · নজরুল ইসলাম বাবু বিখ্যাত গীতিকার ও শিল্পী। · রকিবুল হাসান (জন্মঃ ১৯৮৭) - ক্রিকেটার; · জুবায়ের হোসেন - ক্রিকেটার।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.