Header Ads

Badalgachhi Upazila || বদলগাছী উপজেলা || 4k Video

Badalgachhi Upazila || বদলগাছী উপজেলা || 4k Video

Fan Page:
https://www.facebook.com/SpecialBengali
Fb Group:
https://www.facebook.com/groups/SpecialBengali
Blogger:
https://specialbengali.blogspot.com

http://en.banglapedia.org/index.php?title=Badalgachhi_Upazila

বদলগাছী উপজেলা (নওগাঁ জেলা)  আয়তন: ২১৩.৯৮ বর্গ কিমি। অবস্থান: ২৪°৫৩´ থেকে ২৫°০৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫১´ থেকে ৮৯°০১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ধামইরহাট ও জয়পুরহাট সদর উপজেলা, দক্ষিণে নওগাঁ সদর, পূর্বে আক্কেলপুর উপজেলা, পশ্চিমে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা।
জনসংখ্যা ১৮৬০৫৮; পুরুষ ৯৬০৪০, মহিলা ৯০০১৮। মুসলিম ১৬০৮৬৬, হিন্দু ১৬৩০২, বৌদ্ধ ৩৩৯, খ্রিস্টান ৩১ এবং অন্যান্য ৮৫২০।
জলাশয় প্রধান নদী: ছোট যমুনা।
প্রশাসন বদলগাছী থানা গঠিত হয় ১৮০৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ পাহাড়পুর বৌদ্ধ বিহার, তারা মন্দির, হলুদ বিহার, সাঁতাইর গ্রামের পুকুরের ঢিবি, সারপুকুরে দালান, সত্যপীরের ভিটা।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বদলগাছী ছিল ৭ নং সেক্টরের অধীন। এ সময় কোলা, ভান্ডারপুর, মিঠাপুর, বালুভরা এলাকায় পাকবাহিনী অনেক ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ বহুলোককে হত্যা করে এবং একইদিনে তারা মোহনপুর গ্রামের ১১ জন লোককে নির্মমভাবে হত্যা করে। ১৯৭১ সালের ১৫ অক্টোবর বদলগাছী ইউনিয়নের কোলা ভান্ডারপুর নামক স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর লড়াইয়ে অসংখ্য পাকসেনা নিহত হয় এবং ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় সোমপুর বিহারের নিকট পাহাড়পুর গ্রামের সন্নিকটে গণহত্যা সংঘটিত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ৩ (মোহনপুর, ভান্ডারপুর ও পারসোমবারী)।
ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ২৩৫, মন্দির ৯৩, গির্জা ২, তীর্থস্থান ১।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৫.২%; পুরুষ ৫০%, মহিলা ৪০.১%। কলেজ ৫, কারিগরি কলেজ ২, মাধ্যমিক বিদ্যালয় ৩৩, কমিউনিটি বিদ্যালয় ১৪, প্রাথমিক বিদ্যালয় ১০১, মাদ্রাসা ২৫। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বদলগাছী সরকারি কলেজ (১৯৭২), বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজ (১৯৯৯), বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় (১৯১৪), বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৪২), গয়ড়া তেঁতুলিয়া ফাজিল মাদ্রাসা (১৯৬৭)।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান  লাইব্রেরি ৩, ক্লাব ৫৬, সিনেমা হল ১, খেলার মাঠ ৩১।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৭১.৮৪%, অকৃষি শ্রমিক ২.১%, শিল্প ১.৫৫%, ব্যবসা ১২.২৫%, পরিবহণ ও যোগাযোগ ৩.৫%, চাকরি ৪.৩২%, নির্মাণ ০.৭২%, ধর্মীয় সেবা ০.১২%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১% এবং অন্যান্য ৩.৫%।
প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, সরিষা, ইক্ষু, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, মাষকলাই।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ উপজেলায় মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার রয়েছে।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৭ কিমি, আধা-পাকারাস্তা ৮ কিমি, কাঁচারাস্তা ১৫০ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি।
শিল্প ও কলকারখানা আটাকল, বরফকল, বিস্কুট কারখানা।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, বাঁশের কাজ, নকশি পাখা, নকশি কাঁথা।
হাটবাজার ও মেলা হাটবাজার ১৮, মেলা ১। বালুভরা হাট, মিঠাপুর হাট, পাহাড়পুর হাট, এনায়েতপুর হাট, বদলগাছী হাট, ভান্ডারপুর হাট ও নাজিরপুর হাট উল্লেখযোগ্য ।
প্রধান রপ্তানিদ্রব্য  ধান, গম, সরিষা, আলু, বাঁশ ও মাটির তৈরি শিল্প।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিলবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১০.২৬% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯৫.৩৫%, ট্যাপ ০.৩২%, পুকুর ০.০৩% এবং অন্যান্য ৪.৩%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ১২.৫৪% (গ্রামে ১১.৬৭% এবং শহরে ৩৭.৯৪%) পরিবার স্বাস্থ্যকর এবং ২৩.৭১% (গ্রামে ২৩.৮২% এবং শহরে ২০.৫৫%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৬৩.৭৫% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, উপস্বাস্থ্য কেন্দ্র ৩, পরিবার পরিকল্পনা কেন্দ্র (আরডি) ৩, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি) ৬, ক্লিনিক ১, কমিউনিটি ক্লিনিক ১১।
এনজিও ব্র্যাক, কেয়ার, প্রশিকা, উজ্জীবন, আশা।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.